Skip to content

clothes

শীতকালে কোন পোশাক ব্যবহার করা উচিত ও আরামদায়ক ?

by Ambar life 25 Oct 2023
শীতকালে কোন পোশাক ব্যবহার করা উচিত ও আরামদায়ক ?

গুটি গুটি পায়ে আগমন ঘটছে শীতের। আর যারা ফ্যাশন সচেতন তারা নিশ্চয়ই এতো দিনে ভেবে ফেলেছেন এই শীতে কোন পোশাকটি পরবেন। শীত যেন ফ্যাশন সচেতন মানুষদের জন্য এক আকাঙ্ক্ষার মাস কারণ এই মাসে বাহারি ধরনের পোশাক পরা যায়। রঙের বৈচিত্র্য ছড়িয়ে দেওয়া যায় নিজের পোশাকে। শীতের ধূসর প্রকৃতির বিপরীতে শীতের রঙিন পোশাক এই সময় যোগ করে উৎসবের আমেজ। এই উৎসবে রঙিন পোশাকে আপনিও নিজেকে করতে পারেন বর্নিল। 

মৌসুমের সাথে সাথে বদলে গেছে পোশাকের বৈচিত্র্য। চলুন জেনে নেওয়া যাক শীতের পোশাক হিসেবে এই শীতে কেমন পোশাক পরিধান করবেন যা আপনার জন্য হবে আরামদায়ক। 

হুডি

পুরুষদের ফ্যাশনের সবচেয়ে জনপ্রিয় পোশাক হলো হুডি। শীতে হুডি ব্যবহারে বয়স কোনো বাঁধা হয়ে দাঁড়ায়নি। তবে তরূণদের গায়ে সবচেয়ে বেশি এটি দেখা যায়। হুডি সহজলভ্য হওয়ায় এটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু যে সহজলভ্য তা নয় এটি আরামদায়কও।

একটা গল্প বলি, কিছুদিন আগে আমি আর আমার বন্ধু ঘুড়তে যাওয়ার প্ল্যান করছিলাম। এবার মাথায় আসলো হালকা শীত তো শুরু হয়ে গেছে৷ কোন কোন পোশাক নেওয়া যায়৷ আমার বন্ধু বললো, "চল, হুডি কিনি।" আমি জিজ্ঞেস করলাম শীতে এতো বাহারী পোশাক থাকতে হুডি কেনো কিনতে চাচ্ছে। বন্ধু বললো, "হুডি যেমন স্টাইলিশ লুক দিবে তেমন পরেও অনেক আরাম পাওয়া যাবে। তাই আর দেরি না করে হুডি কিনে নিয়ে এলাম। তাই শীতের কালেকশন হিসেবে হুডি অবশ্য-ই রাখা উচিৎ। 

ব্লেজার 

শীতে ব্লেজার যেন একটা ফেস্টিভ লুক দেয়। তবে ব্লেজার কেনার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা উচিৎ। 

  • আপনার শোল্ডার এবং ব্লেজারের শোল্ডার যেন সেম পজিশনে থাকে। 
  • ওয়েস্ট যেন ফিট হয়।
  • স্লিভ লেন্থ যেন এমন হয় যাতে শার্টের হাতা হাফ ইঞ্চি পরিমানে দেখা যায়।
  • কটন, উল, ফ্ল্যানেল ফেব্রিকস হলে সবচেয়ে ভালো।
  • কালার অবশ্যই মার্জিত হতে হবে। ব্লু, ব্ল্যাক, অ্যাশ সবচেয়ে মানানসই। 

আপনার শীতকে আরও ফর্মাল করতে শীতের পোশাকে যোগ করতে পারেন ব্লেজার। 

সোয়েটার 

শীতের কালেকশনের ভেতরে সোয়েটার সবচেয়ে বেস্ট কালেকশন। প্রতিটি মানুষের জীবনের কোন এক সময় সোয়েটার পরার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। সোয়েটার আপনাকে যেমন উষ্ণ রাখবে তেমন এটি পরে আপনার আরামও লাগবে। শুধু তাই নয় এটি পরলে আপনাকে স্টাইলিশও দেখাবে। তাই শীতের মাস্ট কালেকশন হিসেবে একটা সোয়েটার রাখাই যায়। 

জ্যাকেট 

প্রতিটা পুরুষের শীতের কালেকশনে যে পোশাকটি অবশ্যই থাকে তা হলো জ্যাকেট। শীতে জ্যাকেট আপনাকে স্টাইলিশ লুক দেওয়ার সাথে সাথে আপনাকে ওয়ার্ম রাখবে। তাই ফ্যাশন সচেতন সব পুরুষকে শীতে জ্যাকেট পরতে দেখা যায়। 

এছাড়াও শীতে মাফলার, জুতা, মোজা আপনাকে দিবে শীত থেকে বাড়তি সুরক্ষা। শীতে কেমন লুকে নিজেকে সবার সামনে উপস্থাপন করবেন তা আজই ঠিক করে ফেলুন। 

পরিশেষে 

পোশাক যেন আমাদের রুচির প্রতিফলন। তাই পোশাক নির্বাচনে সচেতন হওয়া জরুরী। আপনার শীতের পোশাক নিয়ে চিন্তার অবকাশ ঘটাতে ambarlife নিয়ে এসেছে শীতের হিউজ কালেকশন। তাই দেরি না করে সুলভমূল্যের প্রিমিয়াম কোয়ালিটির শীতের পোশাক কিনতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের শপে এসে আপনার পছন্দ মতো শীতের কালেকশন পারচেজ করুন। 

Thanks for subscribing!

This email has been registered!

Shop the look

Choose Options

Recently Viewed

Edit Option
this is just a warning
Shopping Cart
0 items